১২ মিনিটে কাওলা থেকে ফার্মগেটে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ১৭:২৪

আপডেট: ০২-০৯-২০২৩ ১৭:২৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কাওলা থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার রাস্তা মাত্র ১২ মিনিটে পার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (দোসরা সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডে দক্ষিণ কাওলা প্রান্ত থেকে ফার্মগেটের উদ্দেশে প্রধানমন্ত্রীর গাড়ি বহর রওনা হয়। বিকেল ৩টা ৫৬ মিনিট ৪৬ সেকেন্ডে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট প্রান্তে এসে পৌঁছান তিনি। পথ পার হতে প্রধানমন্ত্রীর সময় লেগেছে ১২ মিনিট কয়েক সেকেন্ড। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ছিলো ঘণ্টায় ৬০ কিলোমিটার। 

উল্লেখ্য, এ পথে যেতে আগে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগতো। উড়ালসড়ক উদ্বোধন হওয়ায় সময় যেমন বাঁচবে তেমনি কমবে ভোগান্তিও। সেই সাথে যানজট আগের চেয়ে কমে আসবে বলে প্রত্যাশা সবার।

এর আগে বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

rocky/sat