যশোরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ১৬:৫৪

আপডেট: ০২-০৯-২০২৩ ১৬:৫৪

বেনাপোল সংবাদদাতা: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর -বিএসএফ রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। এরআগে সম্মেলনে যোগ দিতে বিএসএফের প্রতিনিধিদল বাংলাদেশে এসে পৌঁছেছে।

আজ শনিবার (দোসরা সপ্টেম্বর) সকালে বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদল ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল সীমান্তে পৌঁছায়।

প্রতিনিধিদলটি সীমান্তের শূন্যরেখায় পৌঁছালে বিজিবি কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে চেকপোস্টে আইসিপি বিজিবি ক্যাম্পে বিএসএফ প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অর্নার দেয়া হয়। সাত সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী আয়্যুষ মানি তিওয়ারি। 

অপরদিকে ২১ সদস্যের বিজিবির নেতৃত্ব দিচ্ছেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহম্মেদ জামিল হাসান জানান,  দুপুর থেকে যশোরে শুরু হয় দুই বাহিনীর মধ্যে সীমান্ত সম্মেলন। আগামী ৫ই সেপ্টেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যাবেন।

Kaniz/sat