অনলাইন ডেস্ক: দেশের উত্তর ও মধ্যাঞ্চলে নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। যমুনা নদীর পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই উপজেলার ২৫টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ এখন পানিবন্দি রয়েছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও কয়েক হাজার হেক্টর জমির ফসল।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সিমার ১৮ সেন্টিমিটার উপর পানি প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদী পাড়ের রাস্তা ঘাটসহ ফসলি জমি।
এদিকে, গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চল ও লোকালয়েও বানের পানি ঢুকছে। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে কাঁচকোল এলাকার ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে ইউনিয়নটির ১০ গ্রামের ৫০ হাজার মানুষ ও কয়েকশত একর জমি, ফসলসহ প্লাবনের হুমকিতে পড়েছে।
Laiza/shimul