মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুরের শিবচরে এক কৃষক পরিবারের বসত ঘর থেকে আবারো একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। টেলিভিশনে গ্রেনেড দেখে তা চিনতে পেরে প্রায় ৬ মাস নিজের ঘরে রাখা গ্রেনেড সদৃশ বস্তু পুলিশের হাতে তুলে দিতে ৯৯৯ এ খবর দেয় পরিবারটি। পরে পুলিশ গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এর আগে গত তেসোরা জুলাই (সোমবার) একই উপজেলার সন্ন্যাসীরচরের একটি বসতঘর থেকে আরো একটি গ্রেনেড উদ্ধারের পর গত ৩১শে আগস্ট বোম্ব ডিসপোজাল ইউনিট তা ধ্বংস করে।
পুলিশ জানায়, গত প্রায় ৬ মাস আগে জেলার শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের দুই শিশু বাড়ির পাশে খেলছিল। এসময় ঝোপের মধ্যে গ্রেনেড সদৃশ একটি বস্তু পায়। শিশুরা বস্তুটি একই এলাকার অনার্স পড়ুয়া মেয়ে সুমাইয়ার কাছে রাখে।
পরে শুক্রবার (পহেলা সেপ্টম্বর) শিবচরের গ্রেনেড ধ্বংস সংক্রান্ত একটি সংবাদ দেখে সুমাইয়া গ্রেনেড চিনতে পারে। পরে সে তার ঘরে রাখা বস্তুটি গ্রেনেড বুঝতে পেরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে শিবচর থানা পুলিশকে বিষয়টি অবগত করে।
ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, গ্রেনেড বালতির মধ্যে বালু চাপা দিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি হেফাজতে রাখা হয়েছে।
lamia/shimul