ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ১৩:৪৩

আপডেট: ০২-০৯-২০২৩ ১৩:৪৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন মারা গেছেন। এতে  আরও ১৩ জন আহত হয়েছেন। দেশটির উত্তর সালাহুদ্দিন প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার মতে, ২০২২ সালে ইরাকে ১১ হাজার ৫২৩টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এতে ৩ হাজারে অধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

Mustafiz/shimul