নির্বাচনী প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু আজ

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ১২:৪২

আপডেট: ০২-০৯-২০২৩ ১২:৪২

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (দোসরা সেপ্টম্বর) থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রশিক্ষকদের প্রশিক্ষণ। এতে সরকারের বিভিন্ন দফতরের ১০০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। ব্যাচ আকারে চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ১২৮টি ব্যাচে তিন হাজার ২০০ জনকে নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হবে। দুইদিন ব্যাপী চলবে প্রতিটি ব্যাচের প্রশিক্ষন কার্যক্রম।  আগামী নভেম্বরের মধ্যে এসব প্রশিক্ষণ শেষ করার তাগাদা রয়েছে নির্বাচন কমিশনের। একইসাথে  প্রায় ৯ লাখ ১১ হাজার পোলিং পারসনকে নির্বাচনী প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নির্বাচন কমিশনের।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানান, মাস্টার ট্রেইনার হিসেবে নির্বাচনী প্রশিক্ষকদের তাদের সব জানতে হবে। নয়তো মাঠে গিয়ে প্রশিক্ষণ দিলে ভুল হবে। ব্যালটে  ভোট হবে, এটা ইভিএম থেকে বেশি চ্যালেঞ্জ থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রিসাইডিং কর্মকর্তার ভোট বন্ধ করার সুযোগ থাকবে বলে জানান তিনি।

নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে প্রশিক্ষকদের নির্দেশ দেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। একইসাথে পেশাদারিত্বের সাথে, সাহসের সাথে ভোটের মাঠে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রিজাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। আইন করে প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা বর্ধিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই স্বার্থকতা হবে ইসির। 

‘আমরা চাইবো নির্বাচন শুধু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো সেই উচ্চতায় গিয়ে পৌঁছায়নি। জনগণ সত্যিকার অর্থে ভোটাধিকার করতে পারলে সেটাই নির্বাচন, সেটা হলেই জনগণ তাদের সরকার নির্বাচন করতে পারবে।’ বলে যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।

 

Mustafiz/shimul