নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও অংশ আজ শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যানবাহন চলাচল শুরু হবে আরও একদিন পর। রোববার সকাল ছয়টা থেকে উড়ালসড়কে যান চলাচল শুরু হবে।
উড়ালসড়কে যান চলাচলা শুরু হলে কোনো যানবাহন থামানো যাবে না এবং যানবাহন থেকে নেমে ছবি বা সেলফি তোলাও নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) সেতু বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উড়ালসড়কে দুই ও তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ। এর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল উড়ালসড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে। আর ওঠানামার স্থানে (র্যাম্প) সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। এছাড়া নির্ধারিত টোল পরিশোধ করে যেসব স্থান দিয়ে উড়ালসড়কে ওঠানামা করা যাবে, তাও জানিয়েছে সেতু বিভাগ।
Mustafiz/shimul