উড়াল সেতুতে কোন গাড়ির টোল কত

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ১০:২৪

আপডেট: ০২-০৯-২০২৩ ১১:৪৮

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে খুলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। এতে তীব্র যানজট কমবে বলে আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ উড়াল পথের উদ্বোধন হলে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে প্রতিটি গাড়িকে সময় ব্যয় করতে হবে মাত্র ১০-১২ মিনিট। 

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনকে চারটি শ্রেণিতে ভাগ করা  য়েছে। শ্রেণি-১ এ কার, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), মাইক্রোবাস এবং হালকা ট্রাকের জন্য ৮০ টাকা টোল লাগবে। শ্রেণি-২ এ মাঝারি ট্রাকে (ছয় ঢাকা পর্যন্ত) ৩২০; শ্রেণি-৩ এ বড় ট্রাকে (ছয় চাকার বেশি) ৪০০ এবং শ্রেণি-৪ এ বাসের জন্য টোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পুরো উড়াল মহাসড়ক চালুর পর শ্রেণি-১ এর যানবাহনকে ১২৫ টাকা টোল দিতে হবে। আংশিক ব্যবহারে লাগবে ১০০ টাকা। শ্রেণি-২ এর যানবাহনের জন্য আংশিক ব্যবহারে ৪০০ এবং পুরো ব্যবহারে ৫০০; শ্রেণি-৩ এর আংশিক ব্যবহারে ৫০০ এবং পুরো ব্যবহারে ৬২৫ টাকা দিতে হবে। শ্রেণি-৪ এর আংশিক ব্যবহারে ২০০ ও পুরো পথ চললে ২৫০ টাকা টোল দিতে হবে।

২০১৩ সালের ১৫ই ডিসেম্বর বিনিয়োগকারী ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের (ইটাল-থাই) সঙ্গে ৮ হাজার ৯৪০ কোটি টাকায় সংশোধিত চুক্তি করে সেতু বিভাগ। চীনের দুই ব্যাংক থেকে ৮৬১ মিলিয়ন ডলার ঋণ নিয়ে ইটাল-থাই ৬ হাজার ৫২৭ কোটি টাকা বিনিয়োগ করছে। ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) বাবদ সরকার দিচ্ছে ২ হাজার ৪১৩ কোটি টাকা। 

 

Mustafiz/shimul