সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ‘আদিত্য-এল এক’

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ১০:১৯

আপডেট: ০২-০৯-২০২৩ ১৫:২১

আন্তর্জাতিক ডেস্ক: চন্দ্র জয়ের পর এবার সূর্য অভিযান শুরু করলো ভারত। স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় সৌরযান ‘আদিত্য-এল ওয়ান’। এটি ভারতের প্রথম সূর্য অভিযান। গন্তব্যে পৌঁছতে সৌরযানটির সময় লাগবে প্রায় চার মাস। 

আরও এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হল ভারতবাসী। সূর্যের দিকে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য এল-ওয়ান স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপর করা হয় মহাকাশ যানটি। এর মধ্য দিয়ে প্রথম সূর্য অভিযান শুরু করলো ভারত। 

ইসরো জানিয়েছে, আদিত্য-এল ওয়ান নামের মহাকাশযানটি ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’-পিএসএলভি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। এই রকেট মহাকাশযানটিকে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী এল ওয়ান পয়েন্টে পৌঁছে দেবে। সেখান থেকেই গবেষণার তথ্য সংগ্রহ করবে আদিত্য । পৃথিবী থেকে যার দূরত্ব প্রায় ১৫ লাখ কিলোমিটার।

প্রায় ১৬ দিন পৃথিবীর চারিদিকে ঘুরবে আদিত্য-এল ওয়ান। এ সময় পাঁচটি ধাপে গতিবেগ বাড়াবে আদিত্য। এরপর সূর্যের অভিমুখে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে। এটি প্রতিদিন ১ হাজার ৪৪০টি ছবি তুলে পাঠাবে। 

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘আদিত্য এল ওয়ান’  গন্তব্যে পৌঁছাতে প্রায় ৪ মাস সময় লাগবে। স্যাটেলাইটে থাকা মোট সাতটি যন্ত্রের সাহায্যে পাঁচ বছর ধরে সূর্যের নানান তথ্য সংগ্রহ করবে এটি। 

 

Mustafiz/shimul