ক্রীড়া ডেস্ক: ভারত বনাম পাকিস্তান শুধুই একটি ক্রিকেট ম্যাচ নয়। এটি বিশ্বব্যাপী কোটি কোটি ক্রিকেট অনুরাগীর আবেগের নাম। ভারত ও পাকিস্তান উভয় দেশ এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। দুই জাতির এত এত অর্জনের কারণে, মুখোমুখিতে রোমাঞ্চকর লড়াইয়ের কারণে সমর্থকরা এ দুই দলের ম্যাচের প্রতীক্ষায় থাকেন। আজ এশিয়া কাপে পাকিস্তান-ভারত মহারণ। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শ্রীলংকার পাল্লেকেলেতে গ্রুপ ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
তবে এই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে বিঘিœত হতে পারে ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ।
এদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আসরে শুভ সুচনা করতে চায় এশিয়ার পরাশক্তি ভারত। তাই পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প চিন্তা ছাড়াই মাঠে নামবে রহিত শর্মার দল।
অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখেই এবারের আসরে এগিয়ে যেতে চায় বাবর আজমের দলটি। তাই ভারতের বিপক্ষে জয়কে লক্ষ্য করে মাঠে নামবে পাকিস্তান। সব শেষ ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় পাকিস্তান।
afroza/shimul