বরগুনা সংবাদদাতা: পর্যাপ্ত চিকিৎসকের অভাবে বরগুনা জেলা সদর হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালে ৫৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ১১ জন। আড়াইশ’ শয্যার এই হাসপাতালে নেই রোগীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা। দ্রুত এই সংকটের সমাধান চান স্থানীয়রা।
বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগী ভর্তি থাকেন। এছাড়া বহির্বিভাগে আরও ৫০০ থেকে ৬০০ রোগী চিকিৎসা নেন। কিন্তু হাসপাতালে চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
হাসপাতালের জন্য ৫৫ জন চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র ১১ জন। শূণ্য রয়েছে ৪৪টি পদ। এই কয়েকজন চিকিৎসকের পক্ষে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা দেয়া অনেকটা অসম্ভব হয়ে পড়েছে।
কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় আন্ত:বিভাগ ও বহি:বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের জন্য নতুন ভবন নির্মিত হলেও রোগীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়নি। নতুন ভবনে লিফট থাকলেও তা বন্ধ থাকায় অনেক রোগী সেবা না নিয়েই ফিরে যায়।
চিকিৎসক সংকটের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা.মোহাম্মদ লোকমান হাকিম জানালেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।
Laiza/shimul