সুনামগঞ্জে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ০১:৪৬

আপডেট: ০২-০৯-২০২৩ ০৮:৫৫

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইপড়ার আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্বজন’। শুক্রবার দিনব্যাপী উৎসবের আয়োজন করে এই সামাজিক সংগঠনটি। শহরের হোসেন বখত চত্বরে কয়েকহাজার বই নিয়ে এই বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়। 

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ ও বইয়ের সাথে পাঠকের সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বই বিনিময় উৎসবের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজরা। বই বিনিময় উৎসব উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

এসময় পৌর মেয়র নাদের বখত, শিশু চিকিৎসক সৈকত দাস, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি সাইফুজ্জামান হিমু, সাধারণ সম্পাদক মাহবুবা আক্তার জেবাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

Kaniz/Bodiar