আন্তর্জাতিক ডেস্ক: এবার চাঁদে কম্পন শনাক্ত করেছে ভারতীয় চন্দ্রযান-থ্রি’র ল্যান্ডার বিক্রম। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে, অবতরণের দুই দিন পর গত ২৫শে আগস্ট কম্পনের ঘটনা রেকর্ড করে। যদিও এটির উৎস এখনও জানা যায়নি বলে জনিয়েছে সংস্থাটি।
আইএলএসএ ছয়টি অত্যন্ত সংবেদনশীল অ্যাক্সিলোমিটারের একটি ক্লাস্টার নিয়ে গঠিত। যা কোনো কাঠামোর কম্পন বা ত্বরণ গতি পরিমাপ করে। চাঁদে মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম প্রযুক্তিভিত্তিক যন্ত্রের প্রথম উদাহরণ এই আইএলএসএ।
মাইক্রো-ইলেক্ট্রোমেকানিক্যাল সিস্টেম (এমইএমএস) এমন একটি প্রযুক্তি যা যান্ত্রিক এবং বৈদ্যুতিক উপাদানগুলোকে একত্রিত করে এমন ক্ষুদ্র ডিভাইস বা সিস্টেম তৈরিতে ব্যবহৃত হয়।
মূলত চাঁদের ভূমিকম্প রেকর্ড করার জন্য আইএলএসএ তৈরি করা হয়েছে। এরই মধ্যে সেখানে অক্সিজেন, ক্যালসিয়াম এবং আয়রনের উপস্থিতি শনাক্ত করেছে চন্দ্রযানটি।
গত ২৩শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে ইতিহাস তৈরি করে ভারতীয় নভোযান চন্দ্রযান-থ্রি’। এর আগে কোনও দেশের কোন মহাকাশযান চাঁদের এই অঞ্চলে নামতে পারেনি।
SAI/Bodiar