নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজের সমাজকল্যাণ ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ঢাকা কলেজের সমাজ কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে তাদের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। রাত ১১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের পুকুরের পানি ব্যবহারের জন্য পাম্প বসান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। নিরাপত্তার স্বার্থে পুরো কলেজের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
Prottay/Bodiar