চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রামে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। আজ (শুক্রবার) বিকেলে নগরীর কাজিরদেউরি এলাকার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করেন দলটির নেতাকর্মীরা।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা।
তাদের দাবি, বর্তমান সরকারের আমলে শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, কেউই নিরাপদ নয়। চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে একদফা দাবি আদায় করে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা।
Priyonty/joy