ঝিনাইদহের দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ২৩:০৬

আপডেট: ০১-০৯-২০২৩ ২৩:০৬

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। আজ (শুক্রবার, পহেলা সেপ্টেম্বর) বিকেলে শৈলকুপার নিত্যানন্দপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত কয়েকদিন যাবত এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। শুক্রবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেনের সমর্থক আবু সাঈদ নিহত হয়। আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Kaniz/joy