পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১৩জন আহত হয়েছে। আজ (শুক্রবার পহেলা সেপ্টেম্বর) সদর উপজেলার দশমিনা এলাকার পূজাখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, পুলিশের কনষ্টেবল জাকির (৪৫), সিফাত (৩৫) ও নাজমুল (৩২)। এছাড়া, বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।
জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে উপজেলার সদর নলখোলা বন্দর থেকে একটি মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলটি পূজাখোলা এলাকায় পৌঁছলে সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরী হয়। এসময় পুলিশ তাদের বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে।
গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদ তোহা জানান, এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে।
Kaniz/joy