দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ২২:২৩

আপডেট: ০১-০৯-২০২৩ ২২:২৩

নোয়াখালী সংবাদদাতা: বাংলাদেশি ব্যবসায়ী আবদুল মালেককে (৫০) দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরে প্রতিষ্ঠানে থাকা টাকাপয়সা ও মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট মেয়ে লামিয়া আক্তার। নিহত আবদুল মালেক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দেবীপুর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।

জানা যায়, নিহত আবদুল মালেক প্রায় ১৮ বছর যাবত আফ্রিকার ডারবান শহরে ব্যবসা করছিলেন। সর্বশেষ গত জুলাই মাসে দেশ থেকে ঘুরে যান তিনি। গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ওই সময় কয়েকজন সন্ত্রাসী তার প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডারবান শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আবদুল মালেকের মরদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।  

 

 

 

Kaniz/joy