ভারতের মণিপুরে আবারও সহিংসতা, ৪ জন নিহত

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ২১:৫৮

আপডেট: ০১-০৯-২০২৩ ২১:৫৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যে গত তিনদিনের সহিংসতায় আটজন মারা গেছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানিয়েছে।

দৈনিকটি জানায়, মঙ্গলবার (২৯শে আগস্ট) থেকে নতুন করে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে আট এ দাঁড়িয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে মণিপুর রাজ্যে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এ পর্যন্ত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। এ সহিংসতায় বিপর্যস্ত মণিপুর রাজ্য। সংঘাতের মাঝেই কুকি সম্প্রদায়ের দুই নারীকে যৌন নির্যাতনের একটি ভিডিও প্রকাশের পর পরিস্থিতি নতুন মোড় নেয়।

জানা গেছে, নিহতের মধ্যে রাজ্যটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন জনপ্রিয় গীতিকারও রয়েছেন। নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর দুই জেলার মধ্যবর্তী অঞ্চলে বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরও ওই অঞ্চলের সহিংসতা পুরোপুরি থামেনি। বর্তমানে এসব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

 

Sanjida/joy