আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পার্লামেন্ট ক্যাপিটল হিলে ২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় উগ্র ডানপন্থী সংগঠনের এক নেতাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আমেরিকার একটি আদালত। ‘প্রাউড বয়েজ’ নামক সংগঠনটির ওই নেতার নাম জো বিগস। এ ঘটনায় আরেকজনকে ১৫ বছর কারাদণ্ডও দেয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুই অভিযুক্তের বিরুদ্ধে আদেশ দেয় আদালত।
‘প্রাউড বয়েজে’র ফ্লোরিডা শাখার নেতা বিগস। তাঁর ৩৩ বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। তবে এই আবেদনে সাড়া দেননি বিচারক টিমোথি কেলি। বিচারক টিমোথি বলেন, এ ঘটনায় কাউকে হত্যার উদ্দেশ্য ছিল না বিগসের।
বিচারক টিমোথি বলেন, এই হামলা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের ঐতিহ্যকে ভেঙে দিয়েছে। এটি আমেরিকানদের মূল্যবান বিষয়গুলোর অন্যতম।
সাজা ঘোষণার আগে বিগস অশ্রুসিক্ত হয়ে আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি খুবই দুঃখিত।’
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবে ক্যাপিটল হিলে আক্রমণ চালায় ট্রাম্পপন্থিরা। এ ঘটনায় এখন পর্যন্ত এগারোশ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে কয়েকশজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে মার্কিন আদালত।
SAI/joy