আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের নাগরিক স্টিফেন ট্রোয়েলকে হত্যার ঘটনায় এক ইরানি ও চার ইরাকির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১শে আগস্ট) ইরাকি একটি আদালত এই আদেশ দেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরা ।
আল জাজিরা জানায়, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিক স্টিপেন ট্রোয়েলকে অপহরণের পরিকল্পনা করে ইরানি এক নাগরিক। তার সাথে ছিলেন ইরাকের চার নাগরিক। মূলত মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়। কিন্তু কথা কাটাকাটির জের ধরে দিনের কোন এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই হত্যার সাথে জড়িত পাঁচ জনকে আটক করা হয়। তবে তাদের নাম প্রকাশ করা হয় নি। আদালতের কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত চার ইরাকি একটি আধাসামরিক বাহিনীর সদস্য।
জানা গেছে, ট্রোয়েল সপরিবারে বাগদাদে থাকতেন এবং তিনি ইংরেজির শিক্ষক ছিলেন।
Sanjida/joy