কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার বরুড়ার জালগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে ঝালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জালগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার (৬২) ও খোরশেদ আলম (৩৫)। আহতরা হলেন, নিহত খোরশেদের আত্মীয় জহির, জয়নাল ও মোর্শেদ।
ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, আব্দুস সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে।
আজ (শুক্রবার) সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাদের বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতারি আঘাত করে এতে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোরশেদ। এই ঘটনা শুনে জয়নালের লোকেরা এসে মারধর করলে সাত্তার ঘটনাস্থলে মারা যায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Priyonty/sat