নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের পতন ঘটিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আদায় বিএনপির একমাত্র লক্ষ্য বলে আবারও জানিয়েছেন দলটির নীতিনির্ধারক নেতারা। নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়ে তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে খুন, গুম, নির্যাতনের পথে হাঁটছে। সময় থাকতে জনগনের দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহবান জানান বিএনপি নেতারা।
প্রতিষ্ঠার ৪৫তম বছর উদযাপনে শুক্রবার রাজধানীতে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপি'র। শোভাযাত্রা বিকেলে, তবে দুপুরের আগে থেকেই রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুনে সজ্জিত হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নগরীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। বিকেল তিনটা নাগাদ কার্যালয় ছাড়িয়ে মিছিল গিয়ে ঠেকে কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ পর্যন্ত।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশে দুঃশাসন চলছে। সরকারের দুর্নীতি, লুটপাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
দলের নীতিনির্ধারক নেতারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জন্ম হয়েছিল বিএনপির। গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ে সকল ষড়যন্ত্র ও রক্তচক্ষু উপেক্ষা করে সরকারকে সরানোর হুঁশিয়ারি দেন তারা।
পরে, দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। যা ধীরে ধীরে এগুতে থাকে মতিঝিলের দিকে। ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড় ঘুরে রাজধানী মার্কেটের সামনে গিয়ে শোভযাত্রাটি শেষ হয়।
এর আগে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। এসময় আগামী দিনের আন্দোলন সংগ্রাম রাজপথে থেকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
GM/sat