খুলনা প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট এর ২০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে।
আজ (শুক্রবার পহেলা সেপ্টেম্বর) দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা। পরে বেলুন ও কবুতর উড়ানো হয়। এরপর বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে ফুলবাড়িগেট ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মিহির রঞ্জন হালদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেল মোহাম্মদ আবু নঈম শেখ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর সোবহান মিয়া, মোহাম্মদ সাহিদুল ইসলামসহ অনেকে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী-বিআইটি, নামের এই প্রতিষ্ঠানটি ২০০৩ সালের পহেলা সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
Kaniz/joy