ফরিদপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্র্রেফতার

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৭:৪৬

আপডেট: ০১-০৯-২০২৩ ১৭:৪৬

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যা মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুজ্জামান শেখ ওরফে মনির (৪০) ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত্তার মোল­াকে (৩৭) গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে ২০১২ সালে মলয় বোসকে হত্যা করে তারা। পরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন চলে যান। 

গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

২০১২ সালের ৭ই ফেব্র“য়ারি এ হত্যাকাণ্ড ঘটে। দুই দিন পর নিহতের স্ত্রী একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৯ আসামিকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

 

rocky/joy