কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৭:৩৭

আপডেট: ০১-০৯-২০২৩ ১৭:৩৭

পটুয়াখালী সংবাদদাতা: দুই দিনের সাপ্তাহিক ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। 

আগত পর্যটকরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে মেতেছেন। কেউ কেউ সমুদ্র সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। 

এছাড়া তিন নদীর মোহনা, ঝাউবন, শুটকি পল্লী, গঙ্গামতী ও লাল কাকড়ার চড়েও রয়েছে পর্যটকদের ভিড়। 

দীর্ঘ ১ মাস পর বর্ষা মৌসুমের শেষের দিকে পর্যটকদের এমন বাড়তি উপস্থিতিতে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। বিক্রি বেড়েছে খাবার হোটেল ও আবাসিক হোটেলে। 

আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

 

Kaniz/joy