ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের এবারের যাত্রা শুরু হয়েছে বাজে হার দিয়ে। দলের বাজে ব্যাটিং পারফরমেন্সই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হারার মূল কারণ বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে, ভুল-ত্র“টি শুধরে আগামী ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
শ্রীলঙ্কার ক্যান্ডির পালেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেটে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। তবে প্রথম খেলায় হারের তিক্ত স্বাদ নিয়েই টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু হয়েছে। সফরকারীদের শ্রীলঙ্কা হারিয়েছে ৫ উইকেটে। টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। নাজমুল হোসেন শান্ত বাদে কেউই বড় সংগ্রহ পাননি। শান্ত করেন ৮৯ রান। আর দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন তাওহিদ হৃদয়।
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা ভালো লড়াই করলেও হার এড়ানো যায়নি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই এমন হারের জন্য দলের বাজে ব্যাটিং পারফরমেন্সকে দুষলেন অধিনায়ক সাকিব আল হাসান।
তবে, ভুল ত্র“টি শুধরে পরের ম্যাচে জয় দিয়ে আসরে ঘুড়ে দাঁড়াতে চায় বাংরাদেশ দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তানের লাহোরে আগামী তেসোরা সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় খেলায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এশিয়া কাপের সুপার ফোরে উঠতে সে খেলায় জিততেই হবে টাইগারদের।
AAA/joy