হিলারির নির্দেশে বিশ্বব্যাংক পদ্মাসেতুর টাকা বন্ধ করেছিলো

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৬:৩১

আপডেট: ০১-০৯-২০২৩ ২৩:৩৪

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডক্টর ইউনূস নিজের স্বার্থে হিলারি ক্লিনটনকে দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল। তবে নিজেদের অর্থে সেই সেতু নির্মাণ করে বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে। সব অপশক্তি মোকাবেলা করে তারুণ্যের শক্তিই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা। জঙ্গি সন্ত্রাসী ও খুনি বিএনপি-জামাত সম্পর্কে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরাই হবে স্মার্ট বাংলাদেশের কান্ডারি। 

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের এই ছাত্র সমাবেশ। রোদ বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হন সারাদেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। গোটা সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনসমুদ্রে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ স্থলে উপস্থিত হলে জাতীয় পতাকা নেড়ে তাঁকে অভ্যর্থনা জানান ছাত্রলীগ কর্মীরা। 

সমাবেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থাকার নতুন করে শপথ নেয় ছাত্রলীগ। 

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বালাদেশের প্রতিটি অর্জন ও সংগ্রামে ছাত্রলীগের অগ্রণী ভূমিকা রায়েছে।  

১৫ই আগস্ট ঘাতকের হাতে নির্মমভাবে নিহত নিজের পিতা- মাতা ও পরিবারের সদস্যদের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগকে মর্যাদার চোখে দেখতেন। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন করাই তার লক্ষ্য। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে ইন্ধন দেয় তাদের হাতে দেশ নিরাপদ নয়।  

ডক্টর ইউনূস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিজের বয়স কমিয়ে তিনি এমডি পদে থাকতে চেয়েছিলেন।  সেটা না হওয়ায় হিলারি ক্লিনটনকে দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করান তিনি।

বিএনপি উন্নয়ন করতে পারেনা, কিন্তু উন্নয়ন বিরোধী অপপ্রচার করতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে তাদের অপপ্রচারের বিষয়ে সচেতন করতে ছাত্র লীগের নেতা কর্মীদের সতর্ক ভূমিকা পালন করতে হবে।

 

MRP/joy