হংকংয়ের জনজীবনে টাইফুন সাওলার প্রভাব

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৪:৪৬

আপডেট: ০১-০৯-২০২৩ ১৪:৪৬

আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন সাওলার প্রভাবে হংকংয়ের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঝড় মোকাবিলায় পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল। বাতিল করা হয়েছে ট্রেন চলাচল ও ফ্লাইট। বাসিন্দাদের উপকূলীয় এলাকায় চলাচল করতে নিষেধ করা হয়েছে। চীনা আবহাওয়া বিভাগ জানিয়েছে, হংকংয়ের গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে সাওলা। এদিকে, হারিকেন ইডালিয়া’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গারাজ্যে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে কয়েক লাখ মানুষ।

শুক্রবার প্রলয়ংকরী ঝড় সাওলা’র মুখোমুখি হতে যাচ্ছে হংকংবাসী। যা শহরটির ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় হবে বলে সতর্ক করেছে চীনা আবহাওয়া বিভাগ। এদিন বিকেলে শহরটিতে ঘন্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সাওলা। ঝড়ের আতঙ্কে হংকংয়ের জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। এরইমধ্যে শহরটিতে বইছে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া। ডুবে গেছে বেশ কিছু স্থান। ব্যাহত হচ্ছে যোগাযোগ। বাসিন্দাদের উপকূলীয় এলাকায় চলাচল করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। 

ঝড় মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার। দুর্যোগপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। শহরটির বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে ট্রেন চলাচল ও ফ্লাইট। 

অন্যদিকে, ইডালিয়া’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গারাজ্যে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে কয়েক লাখ মানুষ। আকষ্মিক বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে দুই রাজ্যের বেশকিছু স্থান। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। শনিবার ফ্লোরিডার দূর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

অন্যদিকে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রদেশটিতে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে প্রাদেশিক জরুরি অবস্থার মেয়াদ। এখন পর্যন্ত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৪ হাজার ২শ জনকে। 

এছাড়া, সদ্য সমাপ্ত আগস্ট ১২৩ বছরের মধ্যে ভারতের সবচেয়ে উষ্ণতম মাস ছিলো বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। বর্ষা মৌসুমে কম বৃষ্টি হওয়াকে এর কারণ বলেছেন তারা।

 

aleya/shimul