পুঁজিবাজার ঘিরে দুশ্চিন্তা কাটছে না

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৪:৩০

আপডেট: ০১-০৯-২০২৩ ১৬:২৭

তানজিলা নিঝুম: দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দিনে গড়ে লেনদেন হয়েছে ৫শ’ কোটি টাকার মধ্যে। কয়েক কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেনের গতিও বেড়েছে। এরপরও বিনিয়োগকারীদের দুশ্চিন্তা দূর হচ্ছে না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থাকে নীতিগত সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিলেন বাজার বিশ্লেষকরা। বাজারে এখন চাহিদার তুলনায় বেশি পরিমাণে কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। কিন্তু ভালো কোম্পানি না হলে তালিকাভুক্ত না করার পরামর্শ দিলেন বিশ্লেষকরা। 

গত সপ্তাহে পতন কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার আভাস দিয়েছে পুঁজিবাজার। গত কয়েক কার্যদিবস ধরে মূল্যসূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের গতিও। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই পুঁজিবাজারে উর্ধ্বমুখী প্রবণতা ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর প্রধান মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৯ পয়েন্টে অবস্থান করছে। আর, আগের দিনের চেয়ে শেষ কার্যদিবসে লেনদেন ৪২ কোটি ৭৮ লাখ টাকা বেড়ে হয়েছে ৪৫৬ কোটি ১৮ লাখ টাকা।

কিন্তু দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের পরিস্থিতি ভালো না হওয়ায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখনও আস্থাহীনতায় ভুগছেন। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য চাহিদার চেয়ে বেশি পরিমানে কোম্পানি তালিকাভুক্ত হওয়াকে দায়ী করলেন বাজার বিশ্লেষক হেলাল উদ্দিন।

বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারে ভালো কোম্পানি ছাড়া কোন কোম্পানি তালিকাভুক্ত না করার পরামর্শও দিলেন তিনি। 

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির। আর ১৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

Tanzila/shimul