ছাত্রলীগের সমাবেশে লাখো তরুণের ভিড়

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৪:২৭

আপডেট: ০১-০৯-২০২৩ ২০:২৪

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ আজ শুক্রবার। বেলা ৩টায় সমাবেশ শুরু হবে। তার আগেই নেতাকর্মীদের মিছিল ও পদচারণায় মুখরিত সমাবেশস্থল। সারাদেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ভাষণ থেকে আগামীর দিকনির্দেশনা খুঁজে নেয়ার অপেক্ষায় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ। সংগঠনটির নেতারা বলছেন এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। 

সমাবেশের মূল আয়োজন শুরু হবে বিকেল তিনটায়। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটির অভিভাবক শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।  

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বর্ণিল পোশাকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মিছিলে-স্লোগানে মুখরিত সমাবেশস্থল ও আশপাশের এলাকা। 

শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে মাঠে থেকে বিজয় নিশ্চিত করবেন বলে জানান ছাত্রলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

তারা জানান, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীতে আবারও শেখ হাসিনাকে  প্রধানমন্ত্রী করতে ঐক্যবদ্ধ থাকবে ছাত্রলীগের বিশাল কর্র্মীবাহিনী। 

 

KFA/shimul