জামালপুর সংবাদদাতা: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বেড়ে জামালপুরে নিম্নাঞ্চল এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।
আজ শুক্রবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ২৫ সে.মিটার উপর দিয়ে বইছিল।
যমুনার পানি বেড়ে ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি ,চিনাডুলি ,বেলগাছা সাপধরি ও নোয়ার পাড়া ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্রামের বাড়ি-ঘরে পানি উঠেছে। পানি বন্ধি হয়ে পড়েছে দেওয়ানগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নও । এতে পানিবন্দি হয়েছে নদী তীরবর্তী এলাকার কমপক্ষে ১৫ হাজার মানুষ।
এসব গ্রামের আমন ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ফসল হারানোর শঙ্কায় পড়েছে কৃষকরা। পানিতে তলিয়ে গেছে উঠতি পাট, আমন ক্ষেত সহ নানা ধরনের ফসল। এ সব এলাকার গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় পাঠদান ব্যাহত হয়ে পড়েছে । নিম্নাঞ্চল এলাকায় রাস্তায় পানি উঠায় চলাচল ব্যাহত হচ্ছে ।
FR/shimul