আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ অধিকৃত চার অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিঝিয়া ও খেরসনে আঞ্চলিক নির্বাচনের আয়োজন করেছে মস্কো মনোনীত কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইটস।
এই চার অঞ্চলে নির্বাচনের মধ্য দিয়ে রুশ সমর্থিত প্রশাসনের জন্য গভর্নর নির্বাচন করা হবে। রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের অনুমোদন নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন এই নির্বাচনে গভর্নর প্রার্থীরা।
এদিকে, গত বছরের অক্টোবরে এ অঞ্চলগুলোকে নিজেদের অংশ বলে ঘোষণা করেছে মস্কো। ওই সময় জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে চার ভাগের তিন ভাগ সদস্যরাষ্ট্রই রাশিয়ার এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। একে ‘অবৈধ অন্তর্ভুক্তি’ বলে উলেখ করেছে তারা।
aleya/shimul