কাল সূর্য অভিযানে যাত্রা শুরু করবে ভারত

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৪:১৭

আপডেট: ০১-০৯-২০২৩ ১৪:১৭

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর এবার সৌর অভিযানের যাচ্ছে ভারত। শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে দেশটির অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করবে সৌর অভিযান ‘আদিত্য-এল এক’।

ইতোমধ্যে উৎক্ষেপণ উপলক্ষে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম। 

দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের জন্য ‘রকেট, স্যাটেলাইট প্রস্তুত’। সবকিছু ঠিক থাকলে এর গন্তব্যস্থল পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে পৌঁছাতে ১২৭ দিন সময় লাগবে। সেখান থেকে সূর্যের ওপর আরও নিবিড় পর্যবেক্ষণ চালানো যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

aleya/shimul