হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দূর্গাপুর নামক স্থানে সিএনজি অটোরিক্সা ও কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামের সিএনজি অটোরিক্সা চালক কাশেম আলী ও যাত্রী মাধবপুর গ্রামের ফরিদ মিয়া (৫০)।
চুনারুঘাট থানার ওসি রাশেদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান এর সাথে দূর্গাপুর নামক স্থানে চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গাড়ী দুটি দুমড়ে মুছরে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী ফারুক মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত ৩জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় সিএনজি চালক কাশেমকে সিলেটে নেয়ার পথে রাস্তায় মারা যায়।
তিনি আরও জানান, বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে এই দুর্ঘটনা ঘটে। গাড়ী দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ দুটি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
FR/shimul