দিনাজপুরে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৪:০৬

আপডেট: ০১-০৯-২০২৩ ১৪:০৬

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরহাজানপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হৃদয় মাহিন আলভি (২২)। দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মোকতাদুর রহমানের ছেলে সে। এ ঘটনায় আহত হয়েছে অ্যাম্বুলেন্স চালক মিঠুন। সে বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, ঢাকা থেকে নানীর মরদেহ নিয়ে দিনাজপুরে ফিরছিল আলভি। পথে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মসজিদের কাছে আসলে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি। এতে আলভি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয় চালক মিঠুন। 

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গুরুতর আহত চালক মিঠুনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

rocky/shimul