ক্রীড়া ডেস্ক: বড় কোনো চমক ছাড়াই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে লিওনেল মেসির ওপর।
বৃহস্পতিবার রাতে বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাশোসিয়েশন।
বিশ্বকাপজয়ী বেশিরভাগ তারকাই স্থান পেয়ে এই দলে। তবে ইনজুরির কারণে জায়গা হয়নি পাওলো দিবালার। তার পরিবর্তে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যালান ভেলাস্কো।
এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুকাস বেলত্রান, ব্রুনো জাপেল্লি ও লুকাস এসকিভেল।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, জারমান পেজেল্লা, গনজালো মন্টিয়েল, হুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, লিসান্দো মার্টিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, লুকাস এসকিভেল
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারাদেস, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, ফাকুন্দো বুনানোতে, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজিকুয়েল প্যালাসিওস, ব্রুনো জাপেল্লি
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লুকাস বেলত্রান, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, আনহেল কোরেয়া, ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, অ্যালান ভেলাস্কো ও থিয়াগো আলমাদা
rocky/shimul