পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলা, নিহত ৯

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১৩:০৩

আপডেট: ০১-০৯-২০২৩ ১৩:০৩

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় আত্মঘাতী বোমা হামলার সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। 

বৃহস্পতিবার (৩১শে আগস্ট) প্রদেশটির বান্নু জেলায় আফগান সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মোটরসাইকেল আরোহী আত্মঘাতী এ বোমা হামলা চালান। দুর্গম ওই সীমান্ত এলাকা জঙ্গি তৎপরতার আস্তানা হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পর পুরো এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে, কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, গত মাসে এ অঞ্চলের একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ভয়াবহ ওই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

 

rocky/shimul