নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেই সংকটে আছে, তাই আন্দোলনে সরকারের কিছু করতে পারবে না। উন্নয়নের কারণে আওয়ামী লীগের জনসমর্থন আরও বেড়েছে।
শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি নেই। আন্দোলনের নামে সহিংসতা হলে তা প্রতিহত করতে আমরা আছি। তারা (বিএনপি) এমন কোন আঘাত করতে পারবে না।
তিনি বলেন, বিদেশিদের কাছে আওয়ামী লীগ নয়, বিএনপি ধর্না দিচ্ছে। তারা আমন্ত্রণ জানিয়েছে সেখানে আমরা গিয়েছি। বিদেশিদের কাছে দায়ে পড়ে ধর্না দেয় নাই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ জনগণকে কথা দিয়ে কথা রাখে। যা প্রতিশ্রুতি দেয় বাস্তবায়ন করে। উন্নয়নের কারণে আমাদের জনসমর্থন আরও বেড়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর জনসভার জনউপস্থিতি সেটা প্রমাণ করে।
সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুর যেমন সুফল পাচ্ছি তেমন মেট্রোরেলের সুফল পেতে শুরু করেছি। অক্টোবরের ১৬ তারিখে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত উদ্বোধন হবে। এখন মেট্রো আর এলিভেটেড এক্সপ্রেওয়ের সুফল পাওয়া যাবে। ২০৩০ সালের মধ্য ৬ টি মেট্রো করার টার্গেট আমাদের।
আগামী ২৪ সালে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা যাবে বলেও জানান ওবায়দুল কাদের।
rocky/shimul