'আওয়ামী লীগের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ'

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ১২:০২

আপডেট: ০১-০৯-২০২৩ ১৬:৩২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। এসময় তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তারা। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। 

পঁচাত্তরের পনেরই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনা শাসক জিয়াউর রহমান। ক্ষমতা গ্রহণের পর ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মাত্র তিনবছরের মাথায় ১৯৮১ সালের ৩০শে মে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান প্রাণ হারালে দলের হাল ধরেন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া। প্রতিষ্ঠার ৪৫ বছরে এসে রাজনীতিতে কঠিন সময়ের মুখোমুখি বিএনপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি’র সিনিয়র নেতারা। এসময় গণতন্ত্র রক্ষায় আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। জানান, আওয়ামী লীগ সরকার দেশে-বিদেশে আস্থা হারিয়েছে। 

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল হয়ে রাজধানী মার্কেটের সামনে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা। 

 

rocky/shimul