নিজস্ব প্রতিবেদক: জাপানের নারিতায় আজ শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাত পৌনে ১২টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উদ্বোধনী ফ্লাইট যাত্রা করবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সর্বশেষ মডেল দিয়ে নারিতা ফ্লাইট পরিচালনা করা হবে।
ঢাকা থেকে বিমানের ফ্লাইটগুলো প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে নারিতার উদ্দেশে ছেড়ে যাবে। নারিতা থেকে ফ্লাইটটি প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে স্থানীয় সময় সকাল ১১টায় ছাড়বে।
ঢাকা থেকে সরাসরি ফ্লাইট ছিল না জাপানে। এতদিন অন্য কোনও দেশ ঘুরে জাপান যেতে হতো। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হতো। তবে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সময় যেমন বাঁচবে তেমনি যাত্রীরাও স্বল্প খরচে ঢাকা হয়ে জাপান যেতে পারবেন। বিমানের প্রত্যাশা রুটটি লাভজনক হবে।
বিমান সূত্রে জানা গেছে, ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের অধিকাংশ টিকিট বিক্রি হয়েছে। ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীদের কাছেও এই রুটের প্রচারণা চালানো হচ্ছে। মাত্র ছয় ঘণ্টায় ঢাকা থেকে জাপান যাওয়া যাবে এই রুটে। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জাপান রুটের উদ্বোধন করবেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, সব প্রস্তুতি শেষ। আজ থেকে আমরা জাপানে ফ্লাইট শুরু করতে যাচ্ছি। ঢাকা থেকে সরাসরি এই ফ্লাইট জাপান যাবে। একইভাবে ফেরত আসবে।
rocky/shimul