একজন বৃক্ষপ্রেমী মনু

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ০৯:২৮

আপডেট: ০১-০৯-২০২৩ ১০:৫৪

ঝালকাঠি সংবাদদাতা: বৃক্ষপ্রেমী হিসেবে ঝালকাঠি শহরের পরিচিত মুখ শামসুল হক মনু। নানা ধরনের সামাজিক ও মানবিক কাজের জন্যও তার পরিচিতি রয়েছে জেলা জুড়ে। বৃক্ষপ্রেমী শামসুল হক মনু গত ১৫ বছর ধরে বিভিন্ন ফলদ গাছ বিতরণ করে আসছেন। প্রতিবছর বর্ষাকালে তিনি ১০ থেকে ১৫ হাজার ফলদ গাছ বিতরণ করেন। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা তার। 

ঝালকাঠির পূর্ব কাঠপট্টি এলাকার বাসিন্দা শামসুল হক মনু। নিজ ব্যবসায়িক কাজের পাশাপাশি ১৫ বছর ধরে জেলা ও জেলার বাইরের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে ফলদ গাছ বিতরণ করে আসছেন তিনি। শহরে গাছ লাগানোর খুব বেশি জায়গা না থাকায় তিনি নিজ খরচে বিভিন্ন ইউনিয়নে গ্রামের স্কুল ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তার গাছ লাগানোর এমন অভিযান জেলাজুড়ে প্রশংসা কুড়িয়েছে। 

বর্ষা মৌসুম শুরু হবার পরে প্রায় প্রতিদিনই কোন না কোন স্কুুলে গাছের চারা নিয়ে হাজির হন বৃক্ষপ্রেমী শামসুল হক মনু। তার এ কাজে সহযোগিতা করার জন্য গড়ে তুলেছেন ‘ক্যাপটেন প্লানেট’ নামক স্বেচ্ছাসেবক সংগঠন। বিভিন্ন ফলের গাছের চারা পেয়ে খুশি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

যতদিন বেচে থাকবেন ততদিন গাছের চারা বিতরণ করে যাওয়ার ইচ্ছার কথা জানান বৃক্ষপ্রেমী শামসুল হক মনু।

 

Priyonty/shimul