সোহরাওয়ার্দী উদ্যানে আজ ছাত্রলীগের সমাবেশ

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ০৯:১৭

আপডেট: ০১-০৯-২০২৩ ১৪:২৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ। সারা দেশ থেকে অন্তত পাঁচ লাখ শিক্ষার্থী এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বেলা তিনটায় এই ছাত্রসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

সোহরাওয়ারর্দী উদ্যান ঘুরে দেখা গেছে, উদ্যানের চারদিকে বসেছে নিরাপত্তা বেষ্টনি। সমাবেশস্থলের সামনের অংশজুড়ে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এক ভাগ থেকে অন্য ভাগে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি (আর্চওয়ে গেট) বসানো হয়েছে। উদ্যানের পূর্ব অংশে রাখা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। এ ছাড়া মঞ্চকে নৌকার আদলে শোকের আবহে সাজানো হয়েছে। ১৫ আগস্ট শহীদের ছবিযুক্ত ব্যানার স্থাপন করা হয়েছে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছেন, যুদ্ধাপরাধী, রাজাকার এবং দেশবিরোধী শক্তি প্রতিরোধে শিক্ষার্থীরা এই সমাবেশ থেকে শপথ নেবে।

 

rocky/shimul