দুই সপ্তাহ ধরে ধর্মঘটে ম্যাটস শিক্ষার্থীরা

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ০৯:০৭

আপডেট: ০১-০৯-২০২৩ ০৯:১১

নিজস্ব প্রতিবেদক : ইন্টার্নশিপ বহালরাখাসহ ৪ দফা দাবিতে সারাদেশে দুই সপ্তাহের বেশি সময় ধরে ক্লাস বর্জন ও ধর্মঘট পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল, ম্যাটসের শিক্ষার্থীরা। এরইমধ্যে ধর্মঘটে থাকা অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তবে এখনো তাদের দাবি মেনে নেয়নি সংশ্লিষ্টরা। বিষয়টি দ্রুত সমাধান না করলে রোববার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। 

দেশের সরকারি ও বেসরকারি দুই শতাধিক সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। গেল ১৬ই আগস্ট  থেকে ক্লাস বর্জন করে ধর্মঘটের ডাক দেয় ম্যাটসের শিক্ষার্থীরা। এছাড়া ক্লাশ বর্জন, অবস্থান কর্মসূচিসহ প্রশাসনিক ভবনে তালাও লাগিয়েছে শিক্ষার্থীরা। 

অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রুত নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেয়ার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন। টানা দুই সপ্তাহের বেশি আন্দোলন চালিয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তবে, এখন পর্যন্ত সঙ্গে সংশ্লিষ্ট কেউ তাদের সাথে কথা বলেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

এদিকে, ম্যাটস কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। 

দেশে সরকারী ১৬টিসহ ২ শতাধিক ম্যাটস রয়েছে। চলমান আন্দোলন নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।

 

Kaniz/shimul