গোপালগঞ্জ শহরে বসানো সিসি ক্যামেরা অকেজো

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ০৮:৫৮

আপডেট: ০১-০৯-২০২৩ ০৯:১১

গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জ শহরের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্নস্থানে স্থাপিত অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট। তিন বছর আগে শহরের সড়ক-মহাসড়ক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সামনে এগুলো স্থাপন করেছিলো জেলা প্রশাসন। অপরাধ নিয়ন্ত্রণে রাখতে দ্রুত সিসি ক্যামেরাগুলো সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। 

গোপালগঞ্জ জেলা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২০ সালে বিভিন্নস্থানে সিসি ক্যামেরা স্থাপন করে জেলা প্রশাসন। চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী হামলা ও হত্যাসহ ছোট বড় সব অপরাধ থেকে শহরকে নিরাপদ রাখতে এই উদ্যোগ প্রশংসিত হয়। কিন্তু তিন বছরের মধ্যে অধিকাংশ ক্যামেরা নষ্ট হয়ে গেছে।  

জেলা শহরের অলি-গলি ও পাড়া- মহল­ার কোথাও অপরাধের ঘটনা ঘটলে তা বের করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। স্থানীয়রা বলছে, সিসি ক্যামেরা সচল করা হলে অপরাধী শনাক্ত করা সহজ হবে। 

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলায় নাশকতা এড়াতে ও শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরাগুলো সচল করা জরুরি বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা।   

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন জানালেন, শহরের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও সিসি ক্যামেরা লাগানো হবে। 

 

 

Nishat/shimul