ঠাকুরগাঁও সংবাদদাতা : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রশিক্ষণ শেষে ৩৫ জন সাংবাদিক পেল সাংবাদিকতার সনদপত্র।
বৃহস্পতিবার বিকেলে পিআইবির আয়োজনে জেলার সাংবাদিকদের প্রধান অতিথি হিসেবে এসব সনদপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক শাহ আলম উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমে ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়। তাদের মধ্যে ২ জন নারী, ৩৩ জন পুরুষ।
Priyonty/Bodiar