আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলগুলোর পাশাপাশি রাশিয়ার ভূখণ্ডেও ইউক্রেন হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। দেশটির প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রাশিয়ার আরও ছয় অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে পশ্চিমের শহর পসকভের একটি বিমানবন্দর রয়েছে। বন্দরটি লাতভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি সামরিক পরিবহন বিমান।
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, স্কভে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ ছিল। এছাড়া ব্রায়নস্ক, কালুগা, ওরলয়, রিয়াজান ও ক্রিমিয়ায় ড্রোন হামলা হয়েছে।
রাশিয়ার রাজধানী মস্কোর আকাশ থেকেও ইউক্রেনের চালানো ড্রোন ভূপাতিত করার দাবি করছে রুশ কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মস্কোর একটি বিমান বন্দরে বিলম্বিত হয়েছে অন্তত চল্লিশটি যাত্রা।
এই হামলার উপযুক্ত জবাব দেয়ার হুশিয়ারী দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই কিয়েভের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া।
তবে, ইউক্রেনের পক্ষ থেকে এখনো এই ড্রোন হামলার দায় স্বীকার করা হয়নি। এ নিয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।
shamima/Bodiar