নাটোর সংবাদদাতা: নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ওরফে শাহীনের ওপর হামলা হয়েছে। এতে আহত নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের চকরামপুরে পচুর হোটেলের ভেতরে এই হামলার ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়িয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শাহীনসহ আরও দুইজন হোটেলে বসে খাবার খাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা হামলা চালায়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন করে তারা হোটেলে খেতে বসেন। হঠাৎ কোয়েল তার দলবল নিয়ে তাদের ওপর হামলা করে। এতে জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আহত হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, হামলাকারীরা সন্ত্রাসী। তাদের দলের কোনো পদপদবি নেই। তারা একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তবে এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Mustafiz/Bodiar