মাদারীপুরে পরিত্যক্ত গ্রেনেডটির বিস্ফোরণ

প্রকাশিত: ০১-০৯-২০২৩ ০১:২৯

আপডেট: ০১-০৯-২০২৩ ০৮:৫৩

মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুরের শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট। 

বৃহস্পতিবার দুপুরে, ঢাকা থেকে যাওয়া বিশেষজ্ঞ বোম্ব ডিসপোজাল ইউনিট শিবচর থানার সামনের একটি মাঠে গর্ত করে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায়। এসময় আশপাশের সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিনের কিশোর ছেলে মামাবাড়িতে বসে একটি সিনেমা দেখার সময় সিনেমার একটি দৃশ্যে গ্রেনেড দেখতে পায়। এসময় ওই কিশোর তার মামাকে জানায় তাদের বাড়িতেও এ ধরনের একটি বস্তু আছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে গত তেসরা জুলাই রাতে জয়নালের বাড়ি থেকে উদ্ধার করা হয় গ্রেনেডটি।

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে গ্রেনেড সদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় আনার পর বোম্ব ডিসপোজাল ইউনিট এটির বিস্ফোরণ ঘটিয়েছে। এটি সক্রিয় একটি শক্তিশালী গ্রেনেড ছিল। বিস্ফোরণে বড় ধরনের বিকট শব্দ ও আশেপাশের এলাকা কেঁপে উঠে। এ ধরনের কোন বিস্ফোরক পেলে পুলিশকে জানানোর জন্য অনুরোধও করেছেন এই পুলিশ কর্মকর্তা। 

 

Prottay/Bodiar