হিলি সংবাদদাতা : দিনাজপুরের বিরামপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মানিক হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় একজন গুরুতর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক নবাবগঞ্জ উপজেলার ছোট চেরাগপুর গ্রামের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ছেলে। আহত মোহাম্মদ আখিরুল ইসলাম (১৪) একই উপজেলার ছোট চেরাগপুর গ্রামের মোহাম্মদ ইয়ার আলীর ছেলে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা আকাশ নামে দ্রুতগামী একটি বাস দিনাজপুরের উদ্দ্যেশে যাচ্ছিলো। এসময় দুই মোটরসাইকেল আরোহী বোনের বাড়ি থেকে বের হয়ে নবাবগঞ্জের দিকে যাওয়ার সময় পথে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী নামকস্থানে পৌঁছালে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মানিকের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় তার বন্ধু মোহাম্মদ আখিরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Priyonty/Bodiar